এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশিত হয়েছে (SSC Result Published) এবং এসএমএস কিংবা অনলাইনে তা চেক করা যাবে। যদি আপনি এবারের এসএসসি পরিক্ষার্থী হয়ে থাকেন বা আপনার ছেলে-মেয়ে পরিক্ষার্থী হয়ে থাকে, তাহলে কিভাবে খুব সহজে দেখবেন তা নিচে বিস্তারিত ভাবে তুলে ধরা হল।
এসএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

এসএসসি পরিক্ষার ফলাফল কয়েকটি উপায় দেখতে পারবেন। এসএসসি রেজাল্ট চেক এবং এডুকেশন বোর্ড রেজাল্ট এসএমএস এর মাধ্যমে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং অফিসিয়াল ওয়েবসাইট কাজ না করলে তখন ব্যাকআপ সার্ভারের মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে জেনে নেয়া যাক কিভাবে মেট্রিক পরিক্ষার ফলাফল জানবেন।
এসএসসি রেজাল্ট এসএমএস পদ্ধতি (SMS)
যদি আপনার ইন্টারনেট স্পিড কম থাকে অথবা আপনি দূর্গম পাহাড়ি এলাকায় থাকেন, তাহলে শুধুমাত্র একটি ম্যাসেজ পাঠিয়ে এসএসসি পরিক্ষার ফলাফল জানতে পারবেন। সেজন্য নিচের পদ্ধতিটি ফলো করুনঃ
প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশানে যান। তারপর লিখুনঃ SSC <স্পেস> আপনার বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> আপনার রোল নাম্বার <স্পেস> পরিক্ষার সাল এবং তারপর ম্যাসেজটি ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।
যেমনঃ SSC DHA 993018 2022 তারপর 16222 নাম্বারে ম্যাসেজটি পাঠিয়ে দিন।
আপনি যদি মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরিক্ষা দিয়ে থাকেন, তাহলে দাখিল রেজাল্ট ২০২২ দেখতে নিচের নিয়মটি ফলো করুনঃ
প্রথমে আপনার ফোনের ম্যাসেজ অপশানে যান। তারপর লিখুনঃ Dakhil <স্পেস> Mad <স্পেস> আপনার রোল নাম্বার <স্পেস> পরিক্ষার সাল এবং তারপর ম্যাসেজটি ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।
যেমনঃ Dakhil Mad 993108 2022 তারপর 16222 নাম্বারে ম্যাসেজটি পাঠিয়ে দিন।
প্রতিটি ম্যাসেজ পাঠানোর জন্য ২.৫০ টাকা চার্জ + ভ্যাট দিতে হবে। তাই ম্যাসেজ পাঠানোর আগে আপনার ফোনে পর্যাপ্ত ব্যালেন্স রাখবেন। ম্যাসেজ পাঠানোর পর কিছুক্ষণের মধ্যেই একটি ম্যাসেজ আসবে এবং আপনার রেজাল্ট জানতে পারবেন। তবে রেজাল্ট আসতে দেরি হলে চিন্তার কারণ নেই। একটু অপেক্ষা করুন, হয়তো কয়েক ঘন্টা সমযও লাগতে পারে।
এখানে আরেকটি বিষয় জেনে রাখা ভাল। হয়তো আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর কি হবে তা বুঝতে পারছেন না। তাহলে সেটি নিচে তুলে ধরা হলঃ
- ঢাকা বোর্ড - DHA
- কুমিল্লা বোর্ড - COM
- চট্রগ্রাম বোর্ড - CHI
- সিলেট বোর্ড - SYL
- দিনাজপুর বোর্ড - DIN
- বরিশাল বোর্ড - BAR
- রাজশাহী বোর্ড - RAJ
- ময়মনসিংহ বোর্ড - MYM
- যশোর বোর্ড - JES
- কারিগরি বোর্ড - TEC
আশা করছি ম্যাসেজের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার সম্পূর্ন প্রসেসটি বুঝতে পেরেছেন। এবারে চলুন জেনে নেই কিভাবে অনলাইনে মার্কশীট সহ রেজাল্ট দেখবেন।
এসএসসি রেজাল্ট ২০২২ অনলাইন মার্কশীট সহ
শুরুতেই আলোচনা করেছি কিভাবে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে হয়। এভারে চলুন জেনে নেই অনলাইনে মার্কশীট সহ কিভাবে আপনার এসএসসি পরিক্ষার রেজাল্ট জানবেন। নিচের প্রসেসটি ফলো করুনঃ
- প্রথমে আপনার ফোনের ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করুন। হতে পারে সেটা অপেরা মিনি, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার বা অন্য যেকোন ওয়েব ব্রাউজার।
- এবার educationboardresults.gov.bd এই লিংকে প্রবেশ করুন।
- ওয়েবসাইটে ঢুকার পর প্রথম অপশান থেকে SSC/Dakhil সিলেক্ট করুন।
- তারপরের অপশান থেকে পরিক্ষার সাল হিসেবে ২০২২ সিলেক্ট করুন। আপনি যদি আগের কোন বছরের রেজাল্ট দেখতে চান, তাহলে সেই সালটি সিলেক্ট করুন।
- এরপরের বোর্ড অপশান থেকে আপনার শিক্ষাবোর্ড সিলেক্ট করুন। এখানে উল্লেখ্য যে, যদি আপনি দাখিল পরিক্ষার্থী হন তাহলে Madrasah সিলেক্ট করবেন। আর যদি কারিগরি বোর্ড থেকে পরিক্ষা দিয়ে থাকেন, তাহলে Technical সিলেক্ট করবেন।
- এরপরের দুইটা খালি ঘরের একটায় আপনার রোল নাম্বার এবং অপরটায় রেজিষ্ট্রেশান নাম্বার লিখবেন।
- সর্বশেষ খালি ঘরের পাশে একটি অংক দেখতে পাবেন। সেই অংকের যোগফলটি খালি ঘরে বসাবেন।
- এবার ফলাফল দেখতে নিচের Submit বাটনে ক্লিক করবেন। আর যদি নতুন করে ফলাফল দেখতে চান, তাহলে Reset বাটনে ক্লিক করবেন।
উপরের প্রসেসটি সম্পূর্ন করার পর কিছুক্ষণের মধ্যেই আপনার মার্কশীট সহ রেজাল্ট দেখতে পাবেন। তবে মার্কশীট যদি দেখতে না পান, তাহলে বিকাল ৫টার পর দেখতে পাবেন। রেজাল্ট দেখার প্রসেসটি যদি এখনো বুঝতে না পারেন, তাহলে নিচের ভিডিওটা দেখে নিতে পারেন।
এসএসসি পরিক্ষার রেজাল্ট ২০২২ দ্রুত দেখুন
উপরের যে পদ্ধতিটি শেয়ার করলাম, সেটি হচ্ছে অফিসিয়াল ওয়েব সাইটের পদ্ধতি। ফলাফল প্রকাশিত হবার পর প্রচুর মানুষ একসাথে ঐ সাইটে প্রবেশ করার ফলে সার্ভার স্লো হয়ে যায়। যার কারণে ঘন্টার পর ঘন্টা ধরে সার্ভার ওপেন হয় না। যদি এমন সমস্যায় পরেন, তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করে সহজেই রেজাল্ট দেখতে পারবেন।
- প্রথমে eboardresults.com/v2/home এই লিংকে প্রবেশ করুন।
- তারপর প্রথমের Examination অপশান থেকে SSC/Dakhil/Equivalent সিলেক্ট করুন।
- এরপরের অপশান থেকে আপনার পরিক্ষার সাল নির্বাচন করুন।
- এরপরের বোর্ড অপশান থেকে আপনার শিক্ষাবোর্ড সিলেক্ট করুন। এখানে উল্লেখ্য যে, যদি আপনি দাখিল পরিক্ষার্থী হন তাহলে Madrasah সিলেক্ট করবেন। আর যদি কারিগরি বোর্ড থেকে পরিক্ষা দিয়ে থাকেন, তাহলে Technical সিলেক্ট করবেন।
- এবার Result Type অপশান থেকে Individual Result সিলেক্ট করুন।
- পরবর্তী দুইটি খালি ঘরে আপনার এসএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশান নাম্বার লিখুন।
- সর্বশেষে একটি ছবি দেখতে পাবেন। ছবিতে থাকা ৪ ডিজিটের সংখ্যাটি নিচের শূণ্যস্থানে প্রবেশ করুন। যদি ছবিটি না বুঝেন, তাহলে পাশে থাকা লাল Reload বাটনে ক্লিক করলে আরেকটি ছবি দেখতে পাবেন।
- সম্পূর্ণ প্রসেসটি শেষ হলে নিচের সবুজ Get Result বাটনে ক্লিক করুন এবং কিছুক্ষণের মধ্যেই আপনার রেজাল্ট দেখতে পাবেন।
আশা করছি উপরের নিয়ম গুলোর মাধ্যমে আপনার এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখতে পাবেন। যদি লেখাটি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে নিচের শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদেরকে জানাতে ভূলবেন না।